উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
তবে সামান্য কমেছে অ্যাকটিভ কেসের হার। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫২৯ জন। যা বুধবারের তুলনায় অনেকটা বেশি।ফলে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৪৬ লক্ষ ৪ হাজার ৪৬৩ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩১৮। অন্যদিকে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।এরমধ্যে কেরালায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ১ জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে ভারতে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৪৫ জনের।