করোনার কারণে গত বছরের মতো এবারও স্থগিত করে দেওয়া হল মাহেশের রথযাত্রা। ফলে, টান পড়বে না মাহেশের রথের দড়িতে। পরিবর্তে অস্থায়ী ভাবে জগন্নাথ মন্দিরের পাশে মাসির বাড়ি তৈরি নিয়ম মাফিক পুজো হবে।
এবার মাহেশের রথযাত্রার ছশো পঁচিশ তম বছর। এই অবস্থায় মাহেশের জগন্নাথ ট্রাস্টি বোর্ডের তরফে রথযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জগন্নাথ মন্দিরের সেবায়েত পিয়াল অধিকারী জানিয়েছেন, রথযাত্রা দেখতে বহু মানুষের সমাগম হয়। ফলে, করোনা প্রোটোকল মেনে সামাজিক দূরত্ব বিধি মানা কার্যত অসম্ভব। এই অবস্থায় রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী চব্বিশ জুন জগন্নাথের স্নানযাত্রা উত্সব। সেই স্নানযাত্রা স্নানপিঁড়ির মাঠে হয়। কিন্তু এবার তা হবে জগন্নাথ মন্দিরেই। বারোই জুলাই রথযাত্রা উত্সব। ওই দিন জগন্নাথ মন্দিরের পাশে অস্থায়ী ভাবে মাসির বাড়ি তৈরি করা হবে। সেখানেই থাকবেন জগন্নাথ-বলরাম ও সুভদ্রা। তবে, রথযাত্রা না হলেও, যাবতীয় নিয়ম পালন মেনেই পুজো হবে বলে মাহেশ সূত্রে খবর।