আবারও করোনা ভ্রুকুটি রাজ্যে। বিধাননগর এবং রাজারহাট-নিউটাউন পুরসভায করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
পিঙ্ক জোন ঘোষণা করা হয়েছে এই দুই পুরসভাকে। এছাড়া কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডকেও পিঙ্ক জোন ঘোষণা করা হয়েছে। জানা যেখানে একসপ্তাহে ১০-র বেশি আক্রান্তের খবর মিলেছে সেই এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হচ্ছে। সেক্ষেত্রে রাজারহাট-নিউটাউন পুরসভায় একসপ্তাহে ১০ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বিধাননগরে ২১ জন আক্রান্ত হয়েছেন গত এক সপ্তাহে। অন্যদিকে কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজপুর-সোনারপুর পুরসভায় ৯ সংক্রমিতের খবর মিলেছে। বাঁকুড়া-খড়গপুরে ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এসবের মধ্যে স্বস্তির খবর এটাই রাজ্যের বেশিরভাগ জেলাতেই পজিটিভিটির হার শূন্য। এদিকে ডেঙ্গি আটকাতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। প্রশাসনিক সহায়তার জন্য রাজ্যে চালু হয়েছে আশ্বাস অ্যাপ। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। রাজ্যে সব কটি পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের একমাত্র বাম পরিচালিত পুরসভা নদিয়ার তাহেরপুরের চেয়ারম্যান।