আবারও রাজ্যে সংক্রমণ এবং দৈনিক মৃত্যুর সঙ্গে কলকাতায় একদিনে ১৪ জনের মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে ১১ হাজার ৪৪৭ জন করোনা আক্রান্ত হয়েছে।
মৃত্যু হয়েছে ৩৮ জনের। এই নিয়ে পরপর ৫ দিন রাজ্যে করোনায় মৃত্যু ৩০-র ওপরেই রয়েছে। যার মধ্যে শুধু কলকাতাতেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এরপরেই লাগোয়া উত্তর ২৪ পরগনায় ৮ জনের মৃত্যুও ভাবাচ্ছে। তবে কলকাতায় সংক্রমণ অনেকটাই কমে ২ হাজারের কিছু বেশি রয়েছে। উত্তর ২৪ পরগনাতেও দেড় হাজারের কিছু বেশি আক্রান্ত হয়েছেন। হুগলি, হাওড়াতেও একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মৃত্যুতে উদ্বেগ বেড়েছে। ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৪০৪ জনের স্যাম্পেল টেস্ট হয়েছে, যার মধ্যে পজিটিভ ১১ হাজার ৪৪৭। সংক্রমিতের হার অনেকটাই কমে ১৭ শতাংশের নীচে নেমেছে। এদিকে কলকাতা বিমানবন্দরে বাধ্যতামূলক করা হয়েছে করোনার নেগেটিভ রিপোর্ট। কলকাতা থেকে যাওয়া এবং আসার ক্ষেত্রে বাধ্যতামূলক লাগবে নেগেটিভ রিপোর্ট। করোনা রুখতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যেতে লাগবে আরটিপিসিআরের নেগেটিভ রিপোর্ট।