দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া আপ সরকারের দুই প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন-র বাংলো ৭ দিনের ভেতরে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
মণীশ এবং সত্যেন্দ্রর পরিবারের কাছে ওই নোটিস পৌঁছে দেওয়া হয়েছে।কেজরিওয়াল সরকার নিজেদেরই দুই প্রাক্তন মন্ত্রীর পরিবারকে জানিয়ে দিয়েছে, সাতদিনের মধ্যে বাড়ি খালি করতে হবে। এই বাংলোগুলি এবার বরাদ্দ করা হবে মণীশ এবং সৌরভ ভারদ্বাজদের জায়গায় নতুন করে মন্ত্রিত্ব পাওয়া অতিশি এবং সৌরভ ভারদ্বাজদের জন্য। দিল্লির মথুরা রোডের একে-১৭ নম্বর বাংলোয় থাকতেন সিসোদিয়া। ২০১৫ সাল থেকে ওই বাংলোটিতে থাকতেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। সত্যেন্দ্র জৈন রাজ নিবাস মার্গের ২ নম্বর বাংলোয় থাকতেন।