Thursday, May 23, 2024
বিনোদনস্কুলের ফি দিতে পারেননি,কাঁদলেন আমির 

স্কুলের ফি দিতে পারেননি,কাঁদলেন আমির 

আমির খান,একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তার ভালোই জানা। শুধু কী তাই? তিনি বলিউড সিনেপাড়ার প্রোমোশন গুরু! সিনেমাকে কীভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হয়, সেটা আমির খান একাধিকবার ছবি রিলিজের আগে বুঝিয়ে দিয়েছেন।তবে বছরখানেক ধরেই বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্ট-এর বাজার মন্দা।

৮ বছর আগে শেষবার ব্লকবাস্টার-এর মুখ দেখেছিলেন আমির খান। বহু পরিশ্রমের ফসল ঠাগস অফ হিন্দোস্তান দিয়ে ডুবেছিলেন আর লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারে নি তাঁর কপাল।এবার আমিরের এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেই মিস্টার পারফেকশনিস্ট’কে দেখা গিয়েছে কেঁদে ফেলতে। জীবনে অর্থকষ্টের কথা বলতে গিয়েই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।হিউম্যানস অফ বম্বে’র এক সাক্ষাৎকারে নিজের জীবনের চড়াই-উতরাইয়ের কথা বলছিলেন অভিনেতা আমির খান। একজন বলিউড প্রযোজকের ছেলে হয়েও শৈশবে কতটা অর্থাভাবের মুখে পড়তে হয়েছিল তাঁকে,সেকথা বলতে গিয়ে চোখ ছাপিয়ে জল চলে আসে আমিরের।স্কুলের ফি অবধি দিতে পারেননি একসময়ে।আমিরের কথায়,বাবা সাদামাটা প্রযোজক ছিলেন।ফিল্মি ব্যবসাটা বুঝতেন না।কখনও বাবার সিনেমা চলেছে, আবার অনেক সময়ে চলেনি।তবে সিনেমা ব্যবসা করলেও যে বাবার খুব একটা লাভ হত সেরকম নয়।কারণ সেইসময়ে ছবির চোরাবাজার রমরমিয়ে চলছে।সেই ব্ল্যাক মার্কেটের জন্যই আমিরের বাবা লক্ষ লক্ষ টাকা লোকসান করতেন। তাই বেশিরভাগ সময়ে প্রযোজকের ঘরে যথাযথ টাকা ঢুকত না। যার মাশুল গুনতে হত আমিরদের সকলকেই।

More News

গণতন্ত্রের উৎসবে শামিল গুলজার-শাহরুখরা 

0
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন সেলেবরাও। সোমবার সকালেই কন্যা মেঘনা গুলজারকে সঙ্গে নিয়ে নির্বাচনী...

উত্তরপ্রদেশের ১০ স্কুলে বোমাতঙ্ক

0
ভোটের আবহে উত্তরপ্রদেশের কানপুরে অন্তত দশটি স্কুলে বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, ওই হুমকির...

জয়েন্ট এন্ট্রাসে পরিদর্শক হতে পারবেন চাকরিহারারা

0
আসন্ন জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন চাকরিহারারা। এমনটাই জানিয়েছে জয়েন্ট এন্ট্রাস বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু...