ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ভার্চুয়াল মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে। গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে গ্রেফতার হন দলের একমাত্র বিধায়ক নওশাদ। ধর্মতলার সভা থেকে নওশাদ-সহ বেশ কয়েক জন নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। সেই থেকে জেলে রয়েছেন নওশাদরা। একাধিক বার তাঁদের জামিন খারিজ হয়েছে। নওশাদকে গ্রেফতারের পরই ওই ব্যবসায়ীর সম্পর্কে তথ্য পান তদন্তকারীরা। ভাঙড়ের বাসিন্দা হলেও ওই ব্যবসায়ী বর্তমানে চেন্নাইয়ে থাকেন। এরপর কলকাতা পুলিশে এসে হাজিরা দেন তিনি তখনই আশংকা প্রকাশ করেছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে।