Sunday, March 26, 2023
Top Newsজম্মু-কাশ্মীরে একাধিক বাড়িতে ফাটল 

জম্মু-কাশ্মীরে একাধিক বাড়িতে ফাটল 

জোশীমঠের পর এবার জম্মু-কাশ্মীরের দোহা জেলায় একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক় ছড়িয়েছে।
ফাটলের জেরে বসে যাচ্ছে মাটি, দাবি জেলা প্রশাসনের। দোহার সহকারি জেলাশাসক আতহার আমিন জারগার জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি জেলার প্রধান প্রশাসনিক ভবন সহ একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। এরপর সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই খারাপ হয়েছে। একাধিক বাড়ির পাশাপাশি বেশ কয়েকটি রাস্তায়ও ফাটল দেখা দিয়েছে। এর ফলে এলাকাটি ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছে।এখনই দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে, দোহা জেলার পরিস্থিতি জোশীমঠের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে, সমস্যা মোকাবিলায় সরকারের তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সহকারি জেলাশাসক।

More News

গুলমার্গে স্কি-রিসর্টের কাছে তুষারধস

0
জম্মু-কাশ্মীরের গুলমার্গে স্কি-রিসর্টের কাছে তুষারধস। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বারামুলা...

রুদ্রপ্রয়াগ-কর্ণপ্রয়াগে ফাটল, পুনর্বাসনের দাবি

0
জোশীমঠের পর এবার উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগে ফাটল দেখা গিয়েছে। বদ্রীনাথ ধাম যাওয়ার পথে এই...

প্রস্তুতি দেখতে বুধে গঙ্গাসাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

0
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে ৪ জানুয়ারি সাগরদ্বীপে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মেলার প্রস্তুতি...