জোশীমঠের পর এবার জম্মু-কাশ্মীরের দোহা জেলায় একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক় ছড়িয়েছে।
ফাটলের জেরে বসে যাচ্ছে মাটি, দাবি জেলা প্রশাসনের। দোহার সহকারি জেলাশাসক আতহার আমিন জারগার জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি জেলার প্রধান প্রশাসনিক ভবন সহ একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। এরপর সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই খারাপ হয়েছে। একাধিক বাড়ির পাশাপাশি বেশ কয়েকটি রাস্তায়ও ফাটল দেখা দিয়েছে। এর ফলে এলাকাটি ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছে।এখনই দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে, দোহা জেলার পরিস্থিতি জোশীমঠের মতো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে, সমস্যা মোকাবিলায় সরকারের তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সহকারি জেলাশাসক।