Monday, March 27, 2023
Scienceএফটিএক্স ধসে তলানীতে ক্রিপ্টো মুদ্রা

এফটিএক্স ধসে তলানীতে ক্রিপ্টো মুদ্রা

ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স ধসের প্রভাবে ২০২২ সালে ক্রিপ্টো টোকেন সোলানার মূল্যমান কমে গেছে। এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিডের প্রশংসিত এই টোকেনের মূল্যপতন হয় ১০ দশমিক ৩৬ শতাংশ।

আর ২০২২ সালেই এখন পর্যন্ত ৯৪ দশমিক দু’ শতাংশ মূল্যমান হারিয়েছে এটি।এফটিএক্স ধসের প্রভাব সমগ্র ক্রিপ্টো খাতেই ছড়িয়ে পড়েছে। এক সময় বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে বিবেচিত হলেও এর পতন ঘটায় বিভিন্ন ক্রিপ্টো ফার্মের তারল্যও আটকে গেছে।ব্লকচেন প্ল্যাটফর্ম সোলানা-তে ব্যবহৃত এই টোকেন,সোলানা বা ,সল নামে পরিচিত। নন-ফাঞ্জিবল টোকেন’সহ বিভিন্ন স্মার্ট কন্টাক্ট সমর্থিত প্ল্যাটফর্মটি ইথেরিয়াম ব্লকচেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়।

More News

ক্রিপ্টোর অবৈধ প্রচারে লিন্ডজি লোহান

0
ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সানের ব্যবসার ওপর চড়াও হয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন...

এবার দেউলিয়ার পথে বিটকয়েন মাইনার

0
ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স-এর পর এবার,চাপ্টার ১১ দেউলিয়া সুরক্ষা’র আবেদন করছে আমেরিকার অন্যতম বাণিজ্যিক ক্রিপ্টো মাইনিং...

ক্রিপ্টোর জন্য আন্তর্জাতিক নীতি চায় জার্মানি

0
বিশ্বজুড়ে ক্রিপ্টো মুদ্রা শিল্পের জন্য আন্তর্জাতিক নীতি গঠনের ডাক দিয়েছে জার্মানি। শিল্পখাতটিকে প্রাপ্তবয়স্কদের খেলাঘরের মত...