ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স ধসের প্রভাবে ২০২২ সালে ক্রিপ্টো টোকেন সোলানার মূল্যমান কমে গেছে। এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিডের প্রশংসিত এই টোকেনের মূল্যপতন হয় ১০ দশমিক ৩৬ শতাংশ।
আর ২০২২ সালেই এখন পর্যন্ত ৯৪ দশমিক দু’ শতাংশ মূল্যমান হারিয়েছে এটি।এফটিএক্স ধসের প্রভাব সমগ্র ক্রিপ্টো খাতেই ছড়িয়ে পড়েছে। এক সময় বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে বিবেচিত হলেও এর পতন ঘটায় বিভিন্ন ক্রিপ্টো ফার্মের তারল্যও আটকে গেছে।ব্লকচেন প্ল্যাটফর্ম সোলানা-তে ব্যবহৃত এই টোকেন,সোলানা বা ,সল নামে পরিচিত। নন-ফাঞ্জিবল টোকেন’সহ বিভিন্ন স্মার্ট কন্টাক্ট সমর্থিত প্ল্যাটফর্মটি ইথেরিয়াম ব্লকচেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়।