Tuesday, April 23, 2024
জাতীয় সংবাদমুম্বই বিমানবন্দরে ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত

মুম্বই বিমানবন্দরে ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত

মুম্বই বিমানবন্দরে ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। একদিনে দুটি পৃথক ঘটনায়  এই সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতরের আধিকারিকরা।
শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চার জন ভারতীয় বেল্টের তৈরি করে তার মধ্যে সোনা নিয়ে তানজিনিয়া থেকে ফিরছিলেন। তাঁদের কাছ থেকে ৫৩ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। চার জন ভারতীয়কে জেরার পর জানা গিয়েছে, দোহা বিমানবন্দরে সুদানের এক ব্যক্তি তাঁদের এই সোনা গুলো দিয়েছিল। অন্যদিকে, একই দিনে  মুম্বই বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৮ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। মোট ৬১ কেজি সোনার বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক দফতরের এক আধিকারিক। 

More News

বিমানের শৌচাগারে হুমকি চিঠি, হুলুস্থুল 

0
মুম্বই বিমানবন্দরে নামলেই বিমানের কোনও যাত্রী বাঁচবেন না, এমনই হুমকি চিঠিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সংবাদমাধ্যম...

নিরাপত্তার সঙ্গে আপস অপ্রত্যাশিত : সিন্ধিয়া  

0
মুম্বই বিমানবন্দরে নিরাপত্তার সঙ্গে যে আপস করা হয়েছিল তা অপ্রত্যাশিত। টারম্যাকে বসে যাত্রীর খাওয়ার ঘটনায়...

সিবিআই হানায় তৃণমূল বিধায়কের বাড়িতে ১০০ ভরি সোনা

0
ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশিতে প্রায় ১০০ ভরি সোনা উদ্ধার হয়েছে বলে সিবিআই...