মুম্বই বিমানবন্দরে ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। একদিনে দুটি পৃথক ঘটনায় এই সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতরের আধিকারিকরা।
শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, চার জন ভারতীয় বেল্টের তৈরি করে তার মধ্যে সোনা নিয়ে তানজিনিয়া থেকে ফিরছিলেন। তাঁদের কাছ থেকে ৫৩ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। চার জন ভারতীয়কে জেরার পর জানা গিয়েছে, দোহা বিমানবন্দরে সুদানের এক ব্যক্তি তাঁদের এই সোনা গুলো দিয়েছিল। অন্যদিকে, একই দিনে মুম্বই বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৮ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। মোট ৬১ কেজি সোনার বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক দফতরের এক আধিকারিক।