৪৪ ধরে চলা অনশন প্রত্যাহার করে নিলেও ডিএ-র দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন শহিদ মিনারে অবস্থানরত সরকারি কর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যদি মুখ্যমন্ত্রী ধর্না দিতে পারেন, তবে তারাও নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।
এরইমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ৩০ মার্চ মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এসবের মধ্যেই ডিএ আন্দোলনের মধ্যেই ১০ জন অফিসারকে বদলি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ৪ জন অফিসারকে বদলি করা হয়েছে নবান্নে। অন্যদিকে নবান্ন থেকে ৬ অফিসারকে বদলি করা হয়েছে প্রত্যন্ত এলাকায়। আন্দোলনকারীদের দাবি ধর্মঘটে যোগ দেওয়ায় এমনটা করা হয়েছে। যদিও নবান্নর তরফে এটিকে রুটিন বদলি বলে উল্লেখ করা হয়েছে। এদিকে অনশন প্রত্যাহার নিয়ে আন্দোলনকারীদের বক্তব্য লাগাতার আন্দোলনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় কর্মীদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে আপাতত অনশন প্রত্যাহার করা হল।