ডিএ-র দাবিতে শনিবার থেকেই ডিজিটাল অসহযোগিতা শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি রাজ্যজুড়ে গণ অনশন কর্মসূচিও পালন করা হচ্ছে। এরইমধ্যে সমরেন্দ্রনাথ রায় নামে এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন বিভাগীয় দফতরের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা কোনও নির্দেশই আর তাঁরা মানবেন না। ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপেও ডেটা খরচ করে আর কোনও কাজ করা হবে না। কোনও নির্দেশ দেওয়ার হলে অফিসিয়াল মেল মারফত জানাতে হবে এবং সরকারি অফিসের নির্ধারিত সময়ের বাইরে কোনও কাজও আর তারা করবেন না। শনিবারই শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থানের ৫১ দিন। ৩৭ দিনের পড়েছে তাঁদের অনশন আন্দোলন। এই অবস্থায় আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে শহিদ মিনারে ধর্নামঞ্চে অনশনে বসেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এর আগে বকেয়া ডিএ-র দাবিতে ২০ এবং ২১ ফেব্রুয়ারি টানা ২ দিন সরকারি দফতরে কর্মবিরতিও করে আন্দোলনকারীরা। এরপর ১০ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘট পালন করেন তাঁরা। বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের চাকরিতে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়।