অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন নন্দীগ্রামের দুই দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের মেয়ে আবু তাহেরের বোন।
নিজের নির্বাচনী কেন্দ্রে মিছিল থেকে এভাবেই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদের সবারই চাকরি যাবে বলে মন্তব্য করেছেন তিনি। ২০১৪-র প্রাথমিকে টেটে নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জনের চাকরি গিয়েছে। বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আবহে নন্দীগ্রামের দুই দাপুটে নেতার মেয়ে ও বোনের নাম উল্লেখ করেছেন শুভেন্দু। তাঁর দাবি এরকম হাজার হাজার আছে। যাঁরা বেসিক দেয়নি, টেট পাস করেনি, পরীক্ষায় পাস করেনি। সুফিয়ানের মেয়ে তাহেরের বোন তাদের অন্যতম। এদিকে কলেজ স্ট্রিটে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। এরপর বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ যেখানেই তারা যাচ্ছে বাধা দেওয়া হচ্ছে। পুলিশকে মিছিলের জন্য আবেদনও করা হয়েছিল। তাও বাধা দেওয়া হচ্ছে। এর আগে শারীর শিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের শহিদ মিনার চত্বর থেকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বাধে। ৭৭ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।