এবার টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ২০২৪ সালের শুরুতে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন অভিজ্ঞ ব্যাটসম্যান, ওয়ার্নার।
ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে শেষ টেস্ট খেলার পরিকল্পনা তার।এই বাস্তবতায় ওয়ার্নার বলেছেন, রান করতে হবে। সবসময়ই বলেছেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে তাঁর সম্ভাব্য শেষ ম্যাচ। যদি রান করতে পারেন এবং অস্ট্রেলিয়ায় খেলা চালিয়ে নিতে পারেন,তাহলে নিশ্চিত করেই বলতে পারেন,জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি খেলবেন না।ওয়ার্নার বলেছেন, যদি এই ধাপ ,টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজ সিরিজ পার হতে পারেন এবং পাকিস্তান সিরিজের দলে জায়গা পান, তাহলে নিশ্চিতভাবে সেখানেই থামবেন।