জি২০ সম্মেলনের ফাঁকে খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার প্রসঙ্গ উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে। এমনটাই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তবে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাস্টিন ট্রুডোর অভিযোগ ওই বৈঠকেই খারিজ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে ভারতের তরফে।ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের আবহে রাষ্ট্রপুঞ্জের দফতরে কানাডার স্থায়ী প্রতিনিধিদের তরফ থেকে জাস্টিন ট্রুডো বলেছেন, যা তিনি আগে বলেছিলেন, সেই অভিযোগই আবার পুনরুচ্চারণ করছেন। কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় ভারত সরকারের এজেন্টরা জড়িত, এমনটা মনে করার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে সরাসরি এবং খোলামেলা আলোচনা হয়েছে তাঁর। বৈঠকে তিনি কোনও রকম শর্ত ছাড়াই উদ্বেগের বিষয়গুলি জানিয়েছিলেন।