Wednesday, February 21, 2024
বিনোদনডেসিবেল-এর টিজার প্রকাশ

ডেসিবেল-এর টিজার প্রকাশ

প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত কোরিয়ান সিনেমা ডেসিবেল-এর টিজার। পরিচালনা করছেন পরিচালক হোয়াং ইন হো।

সিনেমাটিতে অভিনয় করছেন লি জং সুক, কিম রাই ওয়ান, চা ইউন উ, পার্ক বাইউং ইউনসহ আরো অনেক তারকা।আওয়াজ করবেন না, অন্যথায় বোমা ফেটে যাবে,এমনই টানটান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৈরি সিনেমাটি।শহরের কেন্দ্রে একটি শব্দ নিয়ন্ত্রিত বোমা আবিষ্কারের ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে বহুদিন ধরেই প্রত্যাশা ছিল দর্শকদের। অবশেষে সিনেমাটির টিজার মুক্তি পাওয়ায় দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।সিনেমার একটি পোস্টারে ফুটবল মাঠে বোমা বিস্ফোরণের একটি মুহূর্ত দেখা গিয়েছে, যা দর্শকদের চমকে দিয়েছে৷ নিউজ রিপোর্টার ওহ দা ওহ চরিত্রে অভিনয় করেছেন জং সাং হুন, ডিফেন্স সিকিউরিটি সাপোর্ট কমান্ড চিফ চা ইয়ং হান চরিত্রে অভিনয় করেছেন পার্ক বায়ং ইউন এবং নৌবাহিনীর সোনার টেকনিশিয়ান চরিত্রে অভিনয় করেছেন চা ইউন উও। সিনেমাটিতে নিখুঁত ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন লি জং সুক।১৬ নভেম্বর মুক্তি পাবে ডেসিবেল।

More News