সুপ্রিম কোর্টের আচরণ গভীর উদ্বেগ তৈরি করেছে। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।
সম্প্রতি গোয়েন্দা সংস্থা আইবি এবং র-র তথ্য কলেজিয়ামের অ্যানােলসিস উইংয়ে প্রকাশ করার কথা বলেছে সুপ্রিম কোর্টে।আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, এটা হলে তা অত্যন্ত উদ্বেগের বিষয় হবে। র এবং আইবিতে যারা কাজ করেন তাঁরা দেশের একাধিক তথ্য গোপন রাখে। সেটা প্রকাশ্যে আনা হলে দেশের পক্ষে ক্ষতিকর হতে পারে। সেকারণে তিনি দেশের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি বিচার বিভাগের সঙ্গে কেন্দ্রের সংঘাত প্রকাশ্যে এসেছে।