প্রথম ভারতীয় হিসেবে দীপিকার অর্জন 

0
221
Deepika became the first Indian to achieve this
Deepika became the first Indian to achieve this

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।তাই এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন বেশ খোশ মেজাজে।

এরইমধ্যে এসেছে আরো এক সুসংবাদ। নিজের নামের পাশে আরো একটি খেতাব জুড়ে গিয়েছে দীপিকার।গ্লোবাল ডিসরাপ্টারস ২০২৪-এর তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দীপিকা। প্রথম ভারতীয় তারকা হিসেবে এই অনন্য অর্জন দীপিকার। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ও হলিউড ম্যাগাজিন ডেডলাইন-এর প্রকাশ করা গ্লোবাল ডিসরাপ্টার তালিকায় বিশ্বজুড়ে বিনোদন জগতের তারকাদের অন্তর্ভুক্ত করা হয় যারা বিনোদন শিল্পে বিশেষ অবদান রেখেছেন।বিশ্বের অনেক তারকাই এই তালিকায় রয়েছেন।ভারতের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম ২০২৪ সালের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি প্রথম ভারতীয় তারকা হিসেবে এই তালিকায় জায়গা পেলেন। ইভা লঙ্গোরিয়া, উমা থারম্যান এবং লি সুং জিনের মতো তারকাদের সঙ্গে তালিকায় নাম এসেছে দীপিকার।এদিকে স্ত্রীর এমন সাফল্যে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা রণবীর সিং। ইনস্টাগ্রামে দীপিকাকে নিয়ে প্রকাশিত এক রিপোর্টের ছবি পোস্ট করে রণবীর লিখেছেন,বাচ্চার মা আমাদের কাঁপিয়ে দিয়েছে।উল্লেখ্য,দীপিকা পাড়ুকোন গত দু’ বছরে শুধু বক্স অফিসেই বিস্ফোরণ ঘটাননি,তিনি অনেক জায়গায় ভারতের প্রতিনিধিত্বও করেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের সমাপনী মঞ্চেও ভারতের হয়ে হাজির ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ।বর্তমানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর আম্বাসাডর হিসেবেও কাজ করে যাচ্ছেন তিনি।অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সামনে দেখা যাবে প্রভাসের সঙ্গে কল্কি ২৮৯৮ এডি সিনেমায়।বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি পাবে এ বছর।