প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এরপরে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি চান দুই দেশরই উপলব্ধি হোক যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কতদূর এগোনো যেতে পারে। দুই গণতন্ত্র হিসেবে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দেশই মুক্ত ইন্দো-প্যাসিফিকে আগ্রহী। তারা কৌশলগত ভাবে এই ক্ষেত্রে একমত। দুই দেশের মধ্যে যে পারস্পরিক আস্থা রয়েছে, তা থেকেই প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে বোঝাপড়া এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চল বর্তমানে একাধিক সমস্যার মুখোমুখি। তারমধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, সমুদ্রপথে যোগাযোগে নিরাপত্তার অভাব। অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই সব সমস্যারই সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।