দিল্লির বেসরকারি স্কুলগুলিতে যখন-তখন ফি বৃদ্ধি করা যাবে না। পড়ুয়া এবং অভিভাবকদের হেনস্থাও কোনও ভাবে বরদাস্ত করা হবে না। বেসরকারি স্কুলের কয়েক জন অভিভাবক এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
সেই ভিডিয়ো নিজেক এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি।মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনে এক অভিভাবক অভিযোগ করেন, ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করায় তাঁর সন্তানকে মডেল টাউনের এক স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। শুনে রেখার হুঁশিয়ারি, ওই স্কুলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তিনি বলেছেন, কিছু নীতি রয়েছে ফি বৃদ্ধির। কোনও স্কুল নীতি না মানলে তাকে ফল ভুগতে হবে। যে সব স্কুলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে , তাদের নোটিস পাঠানো হবে।
এর পরে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে তিনি লেখেন, দিল্লি সরকার কোনও রকম অন্যায়, হেনস্থা, অনিয়ম সহ্য করবে না। তাদের লক্ষ একটাই, যাতে সব শিশু ন্যায়, সম্মান এবং শিক্ষা পায়।