Thursday, November 30, 2023
কলকাতার সংবাদডেঙ্গি : তিন জেলার আটটি ‘হটস্পট’

ডেঙ্গি : তিন জেলার আটটি ‘হটস্পট’

রাজ্যের তিনটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা,এই তিন জেলায় ডেঙ্গি ভাইরাস অতি সক্রিয়। প্রায় প্রতি দিনই শতাধিক মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হচ্ছেন। ভিড় বাড়ছে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। তিন জেলার মধ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়।

যা আলাদা করে প্রশাসনকে চিন্তায় রেখেছে।তিনটি জেলায় মোট আটটি হটস্পট চিহ্নিত করেছে প্রশাসন। মুর্শিদাবাদের সুতি, লালগোলা, ভগবানগোলা ব্লক, নদিয়ার রানাঘাট, হরিণঘাটা ব্লক এবং উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, বনগাঁ এবং বিধাননগরে ডেঙ্গি তুলনায় অনেক বেশি।মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। বেসরকারি হিসাব বলছে, আক্রান্তের সংখ্যা চার হাজারের বেশি। মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেছেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ২৮ জন রোগী ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন। এ ছাড়াও জেলার বিভিন্ন হাসপাতলে বেশ কিছু ডেঙ্গি রোগী চিকিৎসাধীন।মুর্শিদাবাদের সুতি, লালগোলা এবং ভগবানগোলা ব্লককে ডেঙ্গির হটস্পট চিহ্নিত করে সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। মশার লার্ভা দমনে কী পদক্ষেপ করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তা-ও জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

More News

শাহ-র সভার ব্যর্থতায় সিবিআই হানা : ফিরহাদ, পাল্টাও   

0
ধর্মতলায় অমিত শাহ-র -সভার ব্যর্থতা ঢাকতে গিয়ে রাজ্যজুড়ে তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এমনই...

গববর এলে মমতার বীরু-জয়ও তৈরি, খোঁচা ফিরহাদের, পাল্টা শমীককে

0
অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করে ফিরহাদ হাকিমের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরু-জয়ও তৈরি রয়েছে।...

কলকাতায় দেব দীপাবলি, দশ হাজার প্রদীপে সাজল ঘাট

0
বারাণসীর দশাশ্বমেধ ঘাটের ধাঁচে দেব দীপাবলিতে আরতি হয়েছে গঙ্গাপাড়ের কলকাতাতেও। ১০ হাজার প্রদীপ ও আলোকমালায় সেজে...