Thursday, November 30, 2023
খেলাফ্রান্স আবারও হারলো ডেনমার্ক

ফ্রান্স আবারও হারলো ডেনমার্ক

চোট জর্জরিত ফ্রান্স ড্যানিশদের কাছে প্রথম ছ’ মিনিটেই খেয়েছে ২ গোল। ব্যবধান ঘোচাতে মরিয়া আক্রমণেও কোনো লাভ হয়নি।

সুযোগও মিললেও কাছে লাগাতে পারেনি ফরাসিরা। প্রতিপক্ষের গোলরক্ষক কাসপের স্মাইকেলের দেয়াল ভাঙতে পারেনি কিলিয়ান এমবাপ্পেরা।উয়েফা নেশন্স লিগে বিশ্ব চ্যাম্পিয়নদের আবারও হারিয়ে দিয়েছে ডেনমার্ক। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে এ’ লিগের এক নম্বর গ্রুপের শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা।অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নেশন্স লিগের প্রথম স্তরে টিকে গেছে ফরাসিরা। অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে চার দলের ফাইনালসে খেলা নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।৬ ম্যাচে ৪ জয়, এক ড্রয়ে ক্রোয়াটদের ১৩ পয়েন্ট। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক। ফ্রান্সের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে অবনমন হয়েছে অস্ট্রিয়ার।

More News

ঘরের মাঠে পিএসজির হার, হতাশ কোচ

0
সিজনের প্রথম হারের স্বাদ পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে কিলিয়ান...

চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত এমবাপ্পে

0
প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে।...

ম্যান সিটিতে যেতে পর্তুগিজ ফুটবলারের ধর্মঘট

0
দলবদলের জানালা খুলে গেলেই নানা রকম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় ক্লাবগুলোতে। যেমন পিএসজির সঙ্গে দ্বন্দ্ব...