দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই থাকলেও বিদেশে তাঁরা ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। বার্সেলোনায় শিল্পপতি এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবারই মাদ্রিদ সফর সেরে বার্সেলোনায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই সোমবার শিল্পপতি এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাদ্রিদে দারুণ সাড়া পেয়েছেন তিনি। লা লিগাকে কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক থেকে দেড় মাসের মধ্যে একটি টিম কলকাতা যাবে। কিশোর ভারতীর সেটআপ অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। বাকি যেটুকু দরকার লা লিগার সঙ্গে আলোচনা করে করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, দেশে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই রয়েছে। কিন্তু দেশের বাইরে তাঁরা ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। সেই কারণে শিল্প সম্মেলনের কোনও অনুষ্ঠানে রাজনীতির কথা বলেননি তিনি। অন্যদিকে, এদিন দুপুরে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিল্পপতি কমল মিত্তলের কারখানা দেখতে যায়। মূলত রেলের লাইন ও যন্ত্রাংশ তৈরি করা হয় শিল্পপতি কমল মিত্তলের কারখানায়। তিনি পশ্চিমবঙ্গে লগ্নিতে আগ্রহী।