ফের বিতর্কে আরেক বাংলাদেশি অভিনেত্রী। পরীমণির পর অর্চিতা স্পর্শিয়া। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে আটক অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক প্রাঙ্গণ দত্ত অর্ঘ্যও।
দু দিন আগে রাতে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ আটক করে তাঁদের। অবশ্য পরে তাঁরা মুচলেকা দিয়ে ছাড়া পান।জানা গেছে,ধানমন্ডির ইউনিমার্ট শপিং সেন্টারের সামনে ধানমন্ডি থানার পুলিশ টহল দিচ্ছিল।সেই সময় আবাহনী মাঠ থেকে জিগাতলার দিকে একটি বিলাসবহুল গাড়ি বেপরোয়া গতিতে যাচ্ছিল। ইউনিমার্টের সামনের সড়কে একটি রিকশায় ধাক্কা দেয় গাড়িটি। পুলিশ গাড়িটি থামাতে বলে।পুলিশকর্মীরা দেখেন, ওই গাড়িতে রয়েছেন অভিনেত্রী স্পর্শিয়া ও তার প্রেমিক প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য।প্রাঙ্গণ গাড়ি চালাচ্ছিলেন।আর তাঁর পাশের বসেছিলেন স্পর্শিয়া।কেন তাঁদের গাড়ি থামানো হল, পুলিশকর্মীদের প্রশ্ন করেন দু’জনে।পুলিশের সঙ্গে দু’জনে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। মদ্যপানের লাইসেন্স রয়েছে কিনা,তা প্রাঙ্গণের কাছে জানতে চায় পুলিশ।প্রাঙ্গণ বলেন,তাঁর কাছে তা রয়েছে,যদিও লাইসেন্স দেখাতে পারেননি।এরপরই তাঁদের দু’জনকে গাড়ি-সহ ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।পরে রাতেই প্রাঙ্গণ মুচলেকা দেন থানায়।এরপর স্পর্শিয়াও ছাড়া পান।জানা গেছে,মদ্যপ অবস্থায় থাকার কথা মুচলেকায় উল্লেখ করেছেন প্রাঙ্গণ।পুলিশ জানিয়েছে,স্পর্শিয়া পুলিশের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে।প্রাঙ্গণও মদ্যপ ছিল।তাই তাঁকেই জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও স্পর্শিয়া অভিযোগ খারিজ করে দিয়েছেন।তিনি বলেছেন,এরকম কিছুই হয়নি।গাড়ির সামনে একটা রিকশা চলে আসে। ধাক্কা লেগেছিল মাত্র,এটা কোনও বড় ইস্যুই নয়