২০২২ সালের আইএমডিবি রেটিংয়ের জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশ। আইএমডিবি’র প্রকাশ করা তালিকায় সেরার মুকুট অর্জন করেছেন ধানুশ।
অভিনেত্রী আলিয়া ভাট এবং ঐশ্বরিয়া রাই বচ্চন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। রাম চরণ, সামান্থা রুথ প্রভু, এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন এবং যশসহ সেরা দশ তারকাদের মধ্যে ছ’জনই দক্ষিণ ভারতের।তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন রাম চরণ এবং সামান্থা রুথ প্রভু। বলিউডের সুপারস্টার হৃতিক রোশন রয়েছেন ষষ্ঠ স্থানে। বলিউডের হালের সেনসেশন কিয়ারা আদভানি রয়েছেন সপ্তম স্থানে। দক্ষিণের তারকা এনটিআর রয়েছেন অষ্টম স্থানে। তালিকায় নবম স্থানে রয়েছেন পুষ্পা’খ্যাত আল্লু অর্জুন এবং কেজিএফ’খ্যাত যশ রয়েছেন দশম স্থানে।আলিয়া ভাট এক বিবৃতিতে বলেছেন,২০২২ সাল এখন পর্যন্ত চলচ্চিত্রে তাঁর সবচেয়ে স্মরণীয় বছর ছিল।দর্শকরা এই বছর তাঁর সব চলচ্চিত্রকে যে ভালোবাসা দিয়েছে, তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবেন। দেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত অভিনেত্রী আলিয়া ভাট। ধানুশ এই বছর তামিল চলচ্চিত্র মারান এবং হলিউড চলচ্চিত্র,দ্য গ্রে ম্যান’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধানুশ জনপ্রিয়তার শীর্ষে ছিলেন বছরজুড়ে। এদিকে,আলিয়া ভাট এ বছর গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং ব্রহ্মাস্ত্র’তে অভিনয় করেছেন। দুটো সিনেমাই বছরের অন্যতম ব্যবসাসফল ছিল।ঐশ্বরিয়া রাই বচ্চন ,মণি রত্নমের পোন্নিয়ান সেলভান-এ অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আরেকবার।বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ কেড়ে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তেলুগু হিট যশোদা-তে মুখ্য ভূমিকায় দেখা গেছে দক্ষিণের আরেক জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভুকে।অন্যদিকে,রাম চরণ এবং এনটিআর জুনিয়র বছরের বহুল আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র আরআরআর দিয়ে আলোড়ন তৈরি করেছেন।এস এস রাজামৌলির চলচ্চিত্রটি বর্তমানে অস্কার মনোনয়নের অপেক্ষায় রয়েছে।এদিকে,কেজিএফ চ্যাপ্টার ২ দিয়ে কন্নড় ইন্ডাস্ট্রির চেহারাই বদলে দিয়েছেন ইয়াংস্টার যশ।এ বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে ভারতে বক্স অফিসের রেকর্ড ভেঙেছে কেজিএফ চ্যাপ্টার ২ সিনেমাটি।