Tuesday, September 27, 2022
আন্তর্জাতিক সংবাদমেয়ের মৃত্যুর পর ২৫ বছর নখ কাটেনি ডায়ানা 

মেয়ের মৃত্যুর পর ২৫ বছর নখ কাটেনি ডায়ানা 

১৯৯৭ সালে শেষবার নখ কেটেছিলেন ৬৩ বছর বয়সি ডায়ানা আর্মস্ট্রং। এর পর মেয়ের মৃত্যুর পর নিজের নখ স্বযত্নে রেখেছেন ডায়ানা।
দু হাতে ৪৪ সেন্টিমিটারের দীর্ঘ নখ সমান করে কেটে রেখেছেন তিনি। নখের উপর নকশাও করে রেখেছেন যত্ন সহকারে। তবে তাঁর এই সুন্দর নখের পেছনে রয়েছে এক মর্মান্তিক ঘটনা। ১৯৯৭ সালে নিঃশ্বাসজনিত রোগের কারণে মৃত্যু হয় ডায়ানার ১৬ বছরের মেয়ে লতিশার। ডায়নার মেয়েই তাঁর নখের পরিচর্যার দায়িত্বে ছিলেন। তাই মেয়ের মৃত্যুর পর আর নিজের নখ কাটেননি তিনি। ২৫ বছরে অযত্নে ৪২ সেন্টিমিটার দীর্ঘ নখ হয়েছে তাঁর। নখের জন্য নিজের হাতে স্নান, খাওয়া করতে পারেন না তিনি। ফ্রিজ, আলমারিও খোলেন পা দিয়ে। কিন্তু হাজার অসুবিধের মধ্যেও নখ কেটে ফেলেননি ডায়না। এখন অবশ্য সেই নখের জন্যই তাঁর মাথায় উঠেছে সেরার শিরোপা। অযত্নে রাখা নখগুলিকে যত্ন করে কেটে নানা রঙের আঁকিবুকি কেটেছে তিনি। যেখানেই যান কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ডায়ানা। ভিড়ের মধ্যেই অনেকের সাথেই ছবি তুলতে তাঁকে। 

More News