Monday, September 25, 2023
আন্তর্জাতিক সংবাদডায়ানার ‘ব্ল্যাক শিপ’ নিলামে ১২ কোটিতে 

ডায়ানার ‘ব্ল্যাক শিপ’ নিলামে ১২ কোটিতে 

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত একটি সোয়েটার সম্প্রতি নিলামে উঠেছে। ব্ল্যাক শিপ বা কালো ভেড়া থাকা সোয়েটারটি নিলামে প্রায় ৯ লাখ ২০ হাজার পাউন্ড বা, ১২ কোটি টাকায় বিক্রি হয়েছে।

 

নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স প্রিন্সেস ডায়ানার পোশাকটি নিলামে তোলে।প্রিন্সেস ডায়ানার লাল রঙের এই সোয়েটারে একটি ব্ল্যাক শিপ-এর পাশাপাশি রয়েছে অসংখ্য সাদা ভেড়াও। তবে,ব্ল্যাক শিপ থাকায় সোয়েটারটি দৃষ্টি কেড়েছিল ডায়ানা-ফ্যানদের। সোথবি’স ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানার সোয়েটারটির নিলাম শুরু করে। সোথবি’স সোয়েটারের আনুমানিক দাম ধরেছিল, ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার। প্রিন্সেস ডায়ানার সাধারণ পোশাকটি মার্চে সংরক্ষিত জায়গা থেকে বের করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে বিক্রি হওয়া ডায়ানার যেকোনো জিনিসের চেয়ে এটি বেশি দামে বিক্রি হলো। এর আগে ২০২২ সালে ডায়ানার একটি ফোর্ড এসকর্ট গাড়ি এর কাছাকাছি দামে বিক্রি হয়েছিল। গাড়িটির দর উঠেছিল ৬ লাখ ৫০ হাজার পাউন্ড মানে প্রায় ৯ কোটি টাকা।ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল ডায়ানার এই সোয়েটারটি তৈরি করেছিল। নকশা করেছিলেন এই ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সালি মুর ও জোয়ানা অসবর্ন। নিলামে ওঠা সোয়েটারটিকে রাজপরিবারে প্রিন্সেস ডায়ানার অবস্থানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়।তবে ফ্যাশন ইতিহাসবিদদের ধারণা, এই পোশাকের মাধ্যমে ডায়ানা কোনো বার্তা দেননি,যেমনটি তিনি তাঁর বিখ্যাত প্রতিশোধের পোশাক দিয়ে করেছিলেন। ১৯৮১ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের এক মাস আগে ডায়ানা ব্ল্যাক শিপ’খচিত সোয়েটারটি পরেছিলেন।

More News

প্রিন্সেস ডায়ানার শেষ কথা

0
১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসের পন্ত দে ল’আলমা টানেলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার...

নিলামে আইনস্টাইনের চিঠি 

0
নিলামে উঠতে চলেছে অ্যালবার্ট আইনস্টাইনের চিঠি। ১ লক্ষ ২৫ হাজার ডলার থেকে ওই নিলাম শুরু...

জয়ললিতার ১১ হাজার শাড়ি, সাড়ে সাতশো জুতো নিলামের নির্দেশ বহাল 

0
 তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ১১ হাজারের বেশি শাড়ি, ৭৫০-র বেশি জুতো, সহ অন্যান্য সামগ্রী নিলামের...