হলিউডের বিশ্ববিখ্যাত ওয়াক অব ফেম-এ নাম উঠল ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই ইতিহাস গড়লেন দীপিকা।
২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেম নির্বাচিত হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অব ফেম ক্লাস ২০২৬-এ সম্মানিত হয়েছেন।অর্থাৎ বলাই বাহুল্য, এই তালিকায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন দীপিকা। আর এমন অর্জনে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি জানিয়েছেন দীপিকা। ফ্যানদের উদ্দেশে দীপিকা পাড়ুকোন লিখেছেন,কৃতজ্ঞতা। দীপিকার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যান ফলোয়ার থেকে শুরু করে তারকা সহকর্মীরাও।এই তালিকায় রয়েছে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত তারকা ব্যক্তিত্বদের নাম। হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ঘোষণা করা তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন,হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে।উল্লেখ্য,হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে।পরে ২৫ জুন চেম্বারের পরিচালনা পর্ষদ এ তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকার নাম অন্তর্ভুক্ত হয়।
২০১৭ সালে,এক্সএক্সএক্স রিটার্ন অব জ্যান্ডার কেজ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। এতে আরো অভিনয় করেছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন।