ইচ্ছাকৃতভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ওয়াকফ আইনের বিরোধিতায় যে বিক্ষোভ চলছে সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আর তার জন্য প্রত্যক্ষভাবে দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই।বলেছেন, মুখ্যমন্ত্রী শুধু দর্শকের ভূমিকা পালন করছেন। বিজেপি নেতার দাবি, একটি সম্প্রদায়ের মানুষ তাণ্ডব চালালেও কড়া পদক্ষেপই নেওয়া হচ্ছে না। রাজ্যের পুলিশের ভূমিকার সমালোচনা করে দিলীপ বলেছেন, বিভিন্ন ক্যাম্পে বিএসএফ থাকলেও তাঁরা কোথায় যাবেন, সে ব্যাপারে নিশ্চিত করেনি পুলিশ। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো জায়গায় রাতের পর দিনের বেলাতেও তাণ্ডব চলছে, রাস্তার দু-পাশে আগুন জ্বলেছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।
বিজেপি নেতার স্পষ্ট কথা, ইচ্ছে করে সংখ্যাগুরু মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের নীতি।