উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সফরে বারবারই মুখ্যমন্ত্রী যাচ্ছেন কারণ তৃণমূল কোথায় আছে, তা দেখতে। ইকোপার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মুখ্যমন্ত্রীর মালদহ সফরের কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেছেন কই নদিয়া,মুর্শিদাবাদ,যান না। জানে এগুলো মারপিট করে জিতে নেব। উত্তর আর দক্ষিণে তৃণমূল উপড়ে গেছে। মানুষ ঠিক করেছে, একটা আসনও দেবে না। চেষ্টা করছে।নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জন-সংযোগ করে আর কী লাভ।একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ট্রেনে চড়ে মালদা সফরকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন।এরপর বাসে করে যাবেন।বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া সফর মালদায়।