Monday, March 27, 2023
বিনোদনদিলখুশ : আলাদা প্রেমের গল্প

দিলখুশ : আলাদা প্রেমের গল্প

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি দিলখুশ, ২০ জানুয়ারি আসছে। প্রকাশ্যে ছবির প্রচার ঝলক।এই ছবিতে তিন আলাদা স্বাদের প্রেমের গল্প বুনেছেন পরিচালক৷

রাহুলের কথায়,শুরু থেকেই তাঁর ইচ্ছে ছিল,এমন মিষ্টি ভালবাসার ছবি তৈরি করবেন।সেই স্বপ্ন যে সত্যি হয়েছে তাতেই খুশি।ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার,সোহম মজুমদার, অপরাজিতা আঢ্য,পরান বন্দ্যোপাধ্যায়,অনসূয়া মজুমদার,খরাজ মুখোপাধ্যায়।তিন প্রজন্মের বন্ধুত্বের গল্প ছবিতে তুলে ধরেছেন পরিচালক।অপরাজিতার কথায়,রাহুলের ছবিটা করার জন্য নেটফ্লিক্সের কাজ ছেড়ে দিয়েছেন। অপরাজিতার মনে হয় এই চরিত্রটা তাঁর জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে।অন্য দিকে, খুশি অনসূয়াও। তাঁর কথায়,তিনি অনেকটা ছোটবেলার প্রেমের দিনগুলোয় ফিরে গিয়েছেন। ছবিতে রয়েছে এগরোল, হলুদ ট্যাক্সি, ভিক্টোরিয়া, উত্তর কলকাতার গলি।অর্থাৎ পরতে পরতে বাঙালি মধ্যবিত্ত প্রেমের গন্ধ।প্রেমের মোড়কে পরিচালকের মাস্টারস্ট্রোক যে সৃজিত মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য,তা প্রচার ঝলক না দেখলে বোঝা দায়।

More News

পুরুষদের ঘৃণা করেন মধুমিতা

0
পুরুষদের ঘৃণা করেন অভিনেত্রী মধুমিতা সরকার। এমনটা জানিয়েছেন নিজের মুখেই,সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য...

নতুন সিরিজ়ে মধুমিতা

0
মধুমিতা সরকারের চমক। এক দিকে তেলুগু ছবির কাজে চূড়ান্ত ব্যস্ততা। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আগামী ছবি,দিলখুশ।এর...

সাবাশ মিঠুর আন্তর্জাতিক স্বীকৃতি

0
দেশে হিট হয়নি, কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে ফ্লোরেন্সে এবার সৃজিত মুখোপাধ্যায়ের সাবাশ মিঠু। ফ্লোরেন্সের রিভার...