Wednesday, August 17, 2022
বিনোদনডন থ্রি আসছে, জল্পনা

ডন থ্রি আসছে, জল্পনা

ফের ধামাকা বলিউডে, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান বড়পর্দার একসঙ্গে, ১১ বছর পর আসছে ডন থ্রি ? সম্প্রতি, বিগ বি-র পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।
দেখা গিয়েছে, ডন সিনেমার পোস্টারে সই করছেন অমিতাভ। পাশে বসে তাঁর দিকে তাকিয়ে আছেন এসআরকে। ছবির ক্যাপশনে বিগ বি লিখেছেন, শিরায় শিরায় ডন এখনও রয়েছে। নেটাগরিকদের অনেকেই ভেবে নিয়েছেন, শাহরুখ খানের ডন-এর পরিচালক ফারহান আখতার ডন থ্রি-র স্ক্রিপ্ট রেডি করে ফেলেছেন। এ বিষয়ে নাকি প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেও কথা বলেছেন পরিচালক। ফিরছে অমিতাভ শাহরুখ জুটি। তবে, এ বিষয়ে কিছুই সঠিকভাবে জানা যায়নি,কোনও মন্তব্য করেননি কিং খান বা বিগবি। শোনা গিয়েছে, এই মুহূর্তে বহু প্রতীক্ষিত ছবি জি লে যারা নিয়ে ব্যস্ত ফারহান। আর নেটিজেনদের অনুমান, জি লে যারার পরেই ডন থ্রি-র কাজ শুরু হবে।

More News

স্বাধীনতা দিবসে বিদ্রোহী প্রভাস

0
স্বাধীনতা দিবসে, তলোয়ার হাতে বিদ্রোহী প্রভাস, আসছেন সালার। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সালার ছবির পোস্টার। পরিচালনায় প্রশান্ত...

আগামী ইদেই আসছে টাইগার থ্রি 

0
টাইগার ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পাড়, এবার টাইগার থ্রি নিয়ে আসছেন সলমন খান। স্বাধীনতা দিবসে, সোশ্যাল...

ফ্লপ অক্ষয় কুমারের রক্ষাবন্ধন

0
ভাইবোনের ভালোবাসাও বাঁচাতে পারল না অক্ষয় কুমারের রক্ষাবন্ধনকে। রাখি পূর্ণিমায় রিলিজ করেও বক্স অফিসে মুখ...