Home আন্তর্জাতিক সংবাদ ফেসবুকে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

ফেসবুকে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

0
19
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় দু’বছর পরে ফের ফেসবুকে ফিরেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের পরিচালক সংস্থা মেটার ক্যালিফোর্নিয়ার দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি আবার উস্কানিমূলক কোনও পোস্ট করেন তবে তা সরিয়ে দেওয়া হবে।
প্রয়োজনে একমাস থেকে দু’বছরের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিল হামলায়  উস্কানি দেওয়ার অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট তথা নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের উপর দু’বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিলেন ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু তার জেরে প্রভাব পড়েছিল শেয়ার বাজারে ফেসবুকের দরে। ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি ডলারের ব্যবসার।