দেশকে না জ্বালিয়ে ভগবান হয়ে বসে থাকুন – মমতা        

0
102
VOY NOY SATARKO THAKAR BARTA MAMATA R
VOY NOY SATARKO THAKAR BARTA MAMATA R
দেশকে না জ্বালিয়ে মন্দিরে ভগবান হয়ে বসে থাকুন। ফের একবার নরেন্দ্র মোদীকে বাইলজিক্যাল খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন নিজেকে ঈশ্বর ভাবছেন ভাবুন, কিন্তু ভগবান তো রাজনীতি করে না। গালাগালিও দেন না, হিংসাও করেন না। তিনি আরও বলেছেন নরেন্দ্র মোদী যদি ভগবান হন তবে তিনি মন্দির বানিয়ে দেবেন। দুবেলা ভোগও চড়াবেন। ভোটে জিততে বিজেপি প্ল্যান করেছে বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী।  তিনি আরও বলেছেন প্ল্যান করে সন্দেশখালিকাণ্ড ঘটিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। এমনকি নন্দীগ্রামে অশান্তি ছড়িয়েছে, ভোট লুঠ করেছে।