Tuesday, September 26, 2023
Top Newsরাজ্য সরকারের নির্দেশেই চলবে দুয়ারে রেশন

রাজ্য সরকারের নির্দেশেই চলবে দুয়ারে রেশন

আপাতত পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা মেনেই চলবে দুয়ারে রেশন প্রকল্প। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

মঙ্গলবার শীর্ষ আদালতে পিছিয়ে গিয়েছে দুয়ারে রেশন সংক্রান্ত মামলা। চার সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। অর্থাৎ, কেন্দ্র, রাজ্য ও রেশন ডিলার তিন পক্ষকেই হলফনামা দিতে হবে আদালতে। পাশাপাশি বিচারপতি সঞ্জীব খান্না তাঁর মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছেন, এই সময়ের মধ্যে রাজ্যের নির্দেশিকা মেনেই চলতে হবে রেশন ডিলারদের। উল্লেখ্য, রাজ্যের আমজনতার কাছে রেশন পরিষেবা আরও ভালভাবে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থার বিরোধিতা শুরু করেন রাজ্যের রেশন ডিলারদের একাংশ। এই বিষয়ে তাঁরা প্রথমে কলকাতাহাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

More News

 ইডির জেরা থেকে রক্ষাকবচ কেসিআর কন্যার 

0
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা কে কবিতাকে ২০ নভেম্বর পর্যন্ত তলব করতে পারবে...

এফআইআর বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে চন্দ্রবাবু

0
দক্ষতা উন্নয়ন কর্পোরেশন কেলেঙ্কারিতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের করা এফআইআর বাতিলের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন...

সার্চ কমিটিতে ধোঁয়াশা, রাজ্যপালের বক্তব্য মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি

0
উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে ধোঁয়াশা রেখে রাজ্যপালের বক্তব্য মিস্ট্রি চিঠি এখন হিস্ট্রি হয়ে গিয়েছে। শুক্রবার...