Home Science কার্গো পরিবহনে ড্রোন প্রযুক্তি?

কার্গো পরিবহনে ড্রোন প্রযুক্তি?

0
42

বছর জুড়ে আলোচিত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আসামরিক ড্রোনের সামরিক ব্যবহার।আগের বছরগুলোতে আকাশ থেকে দৃষ্টিনন্দন ফটো-ভিডিও ধারনের জন্য সাধারণ ইউজারদের কাছেও আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিল ড্রোন প্রযুক্তি।

এ প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইউরোপীয় উদ্যোক্তারা। কার্গো পরিবহনে ব্যবহারের লক্ষ্যে পাইলটবিহীন ড্রোন বহুল প্রচলনের লক্ষ্যে কাজ করছে কয়েকটি প্রতিষ্ঠান। তেমনই এক উদ্যোক্তো বুলগেরিয়ার স্ফিলেন রেইঞ্জেলোভ,ছোট ভাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেছেন ড্রোনামিক্স। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রেইঞ্জেলোভ যখন ড্রোনামিক্স প্রতিষ্ঠা করেন,তখন অ্যামাজন পরীক্ষা চালাচ্ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে সরাসরি ক্রেতার দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে। কিন্তু এর সঙ্গে একেবারেই একমত নন তিনি। ক্রেতাদের দোরগোড়ায় ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সীমাবদ্ধতাগুলোর কথা আগেই ভেবে রেখেছিলেন রেইঞ্জেলোভ।রেইঞ্জেলোভের এ ভাবনা থেকেই ড্রোন প্রযুক্তিভিত্তিক কার্গো এয়ারক্র্যাফট নির্মাণ প্রকল্পের শুরু।আর বুলগেরিয়াতে বসেই নিজেদের ভাবনাকে ধীরে ধীরে বাস্তবে রূপ দিচ্ছেন রেইঞ্জেলোভ; আনুষ্ঠানিক অভিষেকের সময় তাদের কার্গো ড্রোনের নাম হবে,ব্ল্যাক সোয়ান।