মদ্যপান ও ধূমপানে বুঁদ হয়ে প্রায় ১৪০ কেজি ওজন বাড়িয়েছেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটি।
সম্প্রতি কিম জং উনের একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গিয়েছে, তাঁর মুখে রয়েছে সিগারেট, গোলগাল মুখ।দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির দাবি, উত্তর কোরিয়ার শাসকের জীবনযাপনের ধরন অনেকটাই বদলে গিয়েছে। তিনি সারারাত ধরে মদ্যপান এবং ধূমপানে ডুবে থাকছেন। মাঝেমধ্যেই কিম জং উনের স্বাস্থ্য নিয়ে নানা রকম তথ্য প্রকাশ্যে আসছে। দক্ষিণ কোরিয়াও তাঁর স্বাস্থ্য নিয়ে নানা রিপোর্ট প্রকাশ করে। এর আগে কিম জং উনের একটি ছবি প্রকাশ্যে এসেছিল। স্থূলকায় চেহারার বদলে শীর্ণ চেহারায় ধরা দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রশাসক। তখন দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদপত্রে দাবি করা হয়েছিল, নিজের ওজন কমাচ্ছেন কিম জং উন।