আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় হাজার জন। বুধবার আফগানিস্তানের প্রথম পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও।
কম্পনের মাত্রা ছিল ৬.১।মার্কিন জিওলজিক্যাল সার্ভার তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। বিধ্বস্ত এলাকাগুলিতে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারের করে খাবার ও ওষুধ পাঠানো হচ্ছে। তালিবান প্রশাসন সূত্রে খবর, বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানে মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। এই তথ্য দিয়েছেন তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি। নানগড়হার এবং খোস্ত এলাকাতেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, মুলতান-সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, উদ্ধারকাজে আন্তর্জাতিক মঞ্চের কাছে সাহায্য চেয়েছে আফগানিস্তান। ইতিমধ্যে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।