মধ্যপ্রদেশের পর এবার জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে রাজস্থানে।রাত ২টো নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের বিকানিরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২।
ভূমিকম্পের উৎসস্থল ছিল বিকানির থেকে পশ্চিমে ৫১৬ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। শুধুমাত্র বিকানিরই নয়, তার আশেপাশের এলাকাগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।গত এক সপ্তাহ ধরে দেশের একাধিক প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্প্রতি ছত্তিসগঢ় ও মধ্য প্রদেশেও ভূমিকম্প হয়েছে।