দুর্নীতি মামলায় ফের সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থার দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রে কালীঘাটের কাকুর কথা প্রকাশ্যে এসেছিল।
তদন্তকারীদের সূত্রের খবর, সুজয়কৃষ্ণ ভদ্রকে এর আগে দু’বার তলব করেছিল সিবিআই। প্রথমবার হাজিরা দিলেও পরে তিনি নিজে হাজিরা দেননি। বদলে আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়ে দিয়েছিলেন। তৃণমূলের সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতরের প্রাক্তন কর্মী সুজয়কৃষ্ণ ভদ্রের পাশাপাশি শনিবার তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বিবিরবহাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।