গরু পাচারকাণ্ডে দিল্লিতে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বুধবার টানা ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছন সুকন্যা মণ্ডল। বর্তমানে দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। সূত্রের খবর, দ্বিতীয় দিনও সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবারও সুকন্যা মণ্ডলকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। ইডির দাবি, সুকন্যা মণ্ডলের নামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক সংস্থার সন্ধান পাওয়া গিয়েছে। তা নিয়েই অনুব্রত মণ্ডলের কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী সংস্থা।এছাড়াও অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে তলব করেছে ইডি। পাশাপাশি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এক ব্যবসায়ীকেও তলব করা হয়েছে।