শিক্ষানিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র তদন্তের আবহে এবার রাজ্যের বিভিন্ন পুরসভার বিগত ৮ বছরের নিয়োগ সংক্রান্ত্র প্রক্রিয়া জানতে রাজ্যের পুর দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। ইডি সূত্রে বলা হচ্ছে, গত ১০ বছরের মেয়াদে কলকাতা পুর নিগম সহ রাজ্য জুড়ে পুরসভা ও কর্পোরেশনগুলিতে কত নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগের প্রক্রিয়া কী ছিল, কীভাবে প্রার্থী বাছাই করা হয়েছে, কত জনের প্যানেল তৈরি হয়েছিল, এই সব তথ্যই জানতে চাওয়া হয়েছে।
সূত্রের খবর, দুই দপ্তরের রিপোর্ট পেলে অয়ন শীলের অফিস থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। পুরসভায় নিয়োগেও দুর্নীতি হদিশ পেয়েছে বলে দাবি ইডি-র। তাঁদের দাবি, অর্থের বিনিময়ে কয়েক হাজার চাকরি বিক্রি হয়েছে। তদন্তে উঠে আসে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনের মাধ্যমে রাজ্য়ের প্রায় সব পুরসভায় নিয়োগ হয়েছে। আর অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্যরা। সেই দুর্নীতির শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে তারা।