গরুপাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ের ইডি তলব করলেও তিনি ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে। জানা গিয়েছে তাঁর এক ঘনিষ্ঠ বান্ধবীর চিকিৎসা করাতে চেন্নাই গিয়েছেন সুকন্যা।
ওই বান্ধবী কন্যাসারে আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা করাতেই তিনি দক্ষিণ ভারতে গিয়েছেন। তবে সূত্রের খবর ইডির কোনও সময় তাঁর কাছে এখনও পৌঁছয়নি। ইডি সূত্রে খবর ২৭ অক্টোবর দিল্লিতে তাঁর হাজিরা দেওয়ার কথা। এই অবস্থায় কেষ্ট কন্যা সুকন্যা রাজ্যের বাইরে থাকার বিষয়টি সামনে এসেছে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে কিভাবে সুকন্যার সম্পত্তি অস্বাভাবিক হারে বেড়েছে তা খতিয়ে দেখতেই সুকন্যাকে দিল্লিতে তলব করেছে ইডি।