Thursday, November 30, 2023
Top Newsগরুপাচার : সায়গলের স্ত্রী-মাকে তলব ইডির 

গরুপাচার : সায়গলের স্ত্রী-মাকে তলব ইডির 

গরুপাচার কাণ্ডে ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের স্ত্রী ও মা’কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ইডির সমনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন তাঁরা।সূত্রের খবর, তদন্তে নেমে সায়গলের স্ত্রী ও মায়ের নামে সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। সম্পত্তির উৎস কী, এ ব্যাপারে জানতেই সায়গলের স্ত্রী ও মাকে তলব বলে ইডি সূত্রে খবর। তবে কবে নাগাদ তাঁদের ডাকা হয়েছে, তা এখনও জানা যায়নি। ইডি সূত্রে দাবি, সায়গলের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তি রয়েছে। সায়গলের গ্রেফতারের পর সেই সম্পত্তির লেনদেন করতে চেয়েছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।এর আগে, আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি করেছিল, সায়গল ও তাঁর পরিবারের নামে ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। ইডি সূত্রে দাবি, অনুব্রত, সায়গল ছাড়াও গরু পাচারের লভ্যাংশের টাকা আরও অনেকের কাছে পৌঁছেছে।প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথমে সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রতের দেহরক্ষী। পরে তাঁর ঠাঁই হয়েছে জেলে। এই মামলায় পরে গ্রেফতার হন অনুব্রতও। দু’জনেই এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে রয়েছেন।

More News

কমছে রক্তচাপ, আইসিইউতে জ্যোতিপ্রিয়  

0
শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএমের ৫ নম্বর কেবিন থেকে আইসিইউ ১২ নম্বর...

বীরভূমের তৃণমূল নেতাদের ডিসেম্বর হুঁশিয়ারি শুভেন্দুর 

0
এবার বীরভূমের তৃণমূল নেতাদের ডিসেম্বর হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ডিসেম্বর মাস তৃণমূল নেতাদের...

মহাদেব অ্যাপ : বয়ান বদল সাক্ষীর, স্বস্তি বাঘেলের  

0
ভোটের দিন কয়েক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করেছিল, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে জড়িত ছত্তিশগড়ের বিদায়ী...