মার্লিন ইনফিনিটি বিল্ডিংয়ে ৬০৭ নম্বর ঘরে হানা দিয়ে চক্রের মূল পান্ডা সুনীল কুমার শাহ সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই অফিসে আইটি অ্যান্ড আইটিইএস সলিউশন নামে একটি ভুয়ো কল সেন্টার চলছিল। এই কলসেন্টার থেকেই আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ার নাগরিকদের অ্যান্টিভাইরাস সংস্থা পরিচয়ে প্রতারণা করা হত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তৎপর হয় সাইবার ক্রাইম থানা। কয়েক মাস ধরে পর পর বেশ কয়েকটি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে এভাবেই বেশ কয়কেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
টেক সাপোর্টের নামে বিদেশিদের প্রতারণা, গ্রেফতার ৮
