EKDALIA EVERGREEN-DURGA PUJO PARIKRAMA-2020

0
34

একডালিয়া এভারগ্রীণ

থিম – সাবেকি পুজো

৭৮ বছরের পুরনো একডালিয়া এভারগ্রীণের পুজোর বিশেষত্ব মণ্ডপের বাইরে এবং ভিতরে অসাধারণ কারুকার্য। এই বছর দক্ষিণ ভারতের মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করা হয়েছে। মণ্ডপের চারপাশে সামাজিক বার্তা দেওয়া হয়েছে। প্রতিমা প্রতিবছরের মত এই বছরও সাবেকিয়ানা বজায় রাখা হয়েছে। রয়েছে চিরাচরিত ঐতিহ্য়ময় ঝাড়বাতিও।