প্রতারকদের হয়রানিতে আত্মঘাতী হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য
ছড়িয়ে পড়েছে কর্ণাটকের বেলগাঁও-নামক এলাকায়। পুলিশ জানিয়েছে গুজরাটের সুরাট থেকে অভিযুক্ত চিরাগ জীবরাজভাই লাক্কাড়কে গ্রেফতার করেছে পুলিশ।
ছড়িয়ে পড়েছে কর্ণাটকের বেলগাঁও-নামক এলাকায়। পুলিশ জানিয়েছে গুজরাটের সুরাট থেকে অভিযুক্ত চিরাগ জীবরাজভাই লাক্কাড়কে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ২৭ মার্চ কর্ণাটকের খানপুর তালুকের বিড়ি গ্রামে ওই দম্পতি আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, যাঁরা প্রতারণার শিকার হয়ে প্রায় ৫০ লক্ষ টাকা খুইয়েছিলেন। প্রতারিত হয়েছেন তাঁরা, কথাটি জানতে পেরেই হতাশ হয়ে পড়েছিলেন ৮৩ বজর বয়সী ডিয়াঙ্গো নাজারেট এবং ৭৯ বছর বয়সী প্লাভিয়ানা নাজারেট।
এরপরেই দুজনে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। নিহত দম্পতি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ৬ লক্ষ টাকা স্থানান্তরিত করেছিলেন সেটিও ব্যাঙ্কিং নথিতে ফুটে উঠেছে।