!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeInternationalডিসেম্বরেই ভোট, ঢাকায় বৈঠকে ইউনুস 

    ডিসেম্বরেই ভোট, ঢাকায় বৈঠকে ইউনুস 

    Published on

    সাম্প্রতিক খবর

    ভোট কবে, জানতে বুধবার দুপুরেই বাংলাদেশের তত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বিএনপির ৪ শীর্ষ নেতা। এর আগে, লন্ডনে বিএনপির সুপ্রিম বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে।

    জানা গিয়েছে, রবিবার সকালে লন্ডনে তারেক রহমানের বাড়িতে এই বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াতের নায়েব-এ-আমির সৈয়দ আবুদল্লা মহম্মদ তাহের এবং তারেক রহমান। ২০০১ এবং ২০০৬ -এ বিএনপি জামায়েত বিএনপির সঙ্গে থাকলেও সাম্প্রতিক কালে দুই সংগঠনের মধ্যে সম্পর্ক খুবই শীতল। সেই জায়গা থেকে দুই সংগঠনের সর্বোচ্চ নেতার এই বৈঠক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বৈঠকেরই পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশের দলের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার পরই বুধবার দুপুরে ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য চাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ ৪ নেতা ইউনূসের সঙ্গে যমুনায় দেখা করেছেন।

    এরই মধ্যে খবর, বাংলদেশে আওয়ামী লিগে-র প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকার মেয়র তাপস-কে সামনে রেখে শেখ হাসিনাকে বাদ রেখে একটা আলাদা মঞ্চ তৈরির  চেষ্টা শুরু হয়েছে ঢাকায়। যেক্ষেত্রে, শেখ হাসিনা রাজি না হলেও আওয়ামী লীগের নতুন এই ফ্যাক্সন ভোটে অংশ নিতে পারে। সবমিলিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচনের মঞ্চ তৈরির যোগ এই মুহূর্তে জোরকদমে।

    Your ad here

    আরো খবর