Sunday, March 26, 2023
আন্তর্জাতিক সংবাদতুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১০ 

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১০ 

আমেরিকায় প্রবল তুষারঝড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল ঠান্ডার সঙ্গে তুষারঝড়ের দাপটে বিপর্যস্ত টেক্সাস, আরকানসাস ও ওকলাহোম।
এরমধ্যে রাতে টেক্সাসে ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না। বুধবার থেকে অস্টিনে প্রায় ৩০ শতাংশ গ্রাহকের বাড়ি বিদ্যুৎহীন। যার জেরে প্রবল ঠান্ডার মধ্যে দুর্দশা বেড়েছে বাসিন্দাদের। এই পরিস্থিতি মনে করাচ্ছে ২০২১ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি। অস্টিনে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, তুষারঝড়ের দাপটে প্রচুর ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে কবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে, তা আন্দাজ করা মুশকিল। তুষারঝড়ের কারণে টেক্সাসে একাধিক বিমান বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।

More News

সিকিমে ধস, বন্ধ রাস্তা

0
প্রবল তুষারপাতের সঙ্গে ধসে সপ্তাহের শুরুতেই  বিপর্যস্ত পূর্ব সিকিমের ডিকচু জ্যাং। যার জেরে গ্যাংটক থেকে মঙ্গা...

মায়ানমারের ওপর  আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

0
আমেরিকা ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মায়ানমারের বিরুদ্ধে। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে কেন্দ্র করে মায়ানমারের সেনাবাহিনীর সংশ্লিষ্ট দুজন ব্যক্তি ও ছটি প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।  বলা হয়েছে, এরা সবাই জুন্টাকে যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট এবং আমদানি ও মজুত করতে...

পদক্ষেপ চাই, খলিস্তানি হামলায় সরব বিদেশমন্ত্রী 

0
বিদেশের মাটিতে ভারতীয় দূতাবাসের উপর হামলা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় আশ্বাস নয়, পদক্ষেপ চাই। লন্ডনে...