আমেরিকায় প্রবল তুষারঝড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। প্রবল ঠান্ডার সঙ্গে তুষারঝড়ের দাপটে বিপর্যস্ত টেক্সাস, আরকানসাস ও ওকলাহোম।
এরমধ্যে রাতে টেক্সাসে ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না। বুধবার থেকে অস্টিনে প্রায় ৩০ শতাংশ গ্রাহকের বাড়ি বিদ্যুৎহীন। যার জেরে প্রবল ঠান্ডার মধ্যে দুর্দশা বেড়েছে বাসিন্দাদের। এই পরিস্থিতি মনে করাচ্ছে ২০২১ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি। অস্টিনে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, তুষারঝড়ের দাপটে প্রচুর ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে কবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে, তা আন্দাজ করা মুশকিল। তুষারঝড়ের কারণে টেক্সাসে একাধিক বিমান বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।