১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়ে ফেলল সফরকারীরা।
প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫০৬ রান। টেস্ট ইতিহাসে এটাই কোনো ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।এর সঙ্গে ভেঙে গেল ১১২ বছর পুরনো একটি রেকর্ড।টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ দলীয় রানের আগের বিশ্বরেকর্ড হয়েছিল ১৯১০ সালে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৪৯৪ রান করেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঐ বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছে ইংল্যান্ড।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলেছে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। ওপেনার জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেন। সেঞ্চুরিয়ানদের মধ্যে ক্রলি-পোপ ও ব্রুকের ব্যাটিং স্ট্রাইক রেট একশোর উপরে ছিল। ওভার প্রতি দলের রান ৬.৭৪। ১৫ বলে ৩৪ রান তুলে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস। তার স্ট্রাইক রেট ২২৬। ২৩ ওভার বল করে ১৬০ রানে ২টি উইকেট নিয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ।